'সেক্সি' পোজ দিতে গিয়ে এ কি করলেন দেবলীনা, মাথা ভর্তি সিঁদুরে 'মা দুগ্গা'র বেশে ভাইরাল বঙ্গতনয়া

লকডাউন শুরুর প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবলীনা কুমার। কখনও নাচ তো কখনও শরীরচর্চা, আবার কখনও ফোটোশুটে তিনি কাপল গোল দিয়েই যাচ্ছেন। নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত বাঙালির গেন্দাফুল গার্ল। সম্প্রতি লাল টুকটকে শাড়ি, মাথায় চওড়া সিঁদুর, লাল টিপ পরে নববধূর সাজে  ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী এমন হল যে এমন লাস্যময়ী লুকে নজর কাড়লেন দেবলীনা।নিজেই খোলসা করেছেন সেই কারণ।

Riya Das | Published : Oct 17, 2020 3:04 PM
110
'সেক্সি' পোজ দিতে গিয়ে এ কি করলেন দেবলীনা, মাথা ভর্তি সিঁদুরে 'মা দুগ্গা'র বেশে ভাইরাল বঙ্গতনয়া


পুজোর কাউন্টডাউন শুরু। আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে বাঙালির প্রিয় দুর্গাপূজা। দূর্গাপুজোর আগেই লাল টুকটুকে শাড়িতে মা দুগ্গার বেশে ভাইরাল অভিনেত্রী  দেবলীনা কুমার।

210

ফিটনেস ফ্রিক অভিনেত্রী এমন ছবি দেখে সকলেই হতবাক হয়েছেন। হঠাৎ কী এমন হল যে তিনি নববধূর সাজে নিজেকে মেলে ধরলেন।

310

কারণ খোলসা করেই দেবলীনা জানালেন, সেক্সি পোজ দিতে গিয়েই তিনি এমনটা করেছেন। লুকোছাপা করতে তিনি যে মোটেই পছন্দ করেন না, তা সকলেরই জানা।

410

লাল টুকটকে শাড়ি, মাথায় চওড়া সিঁদুর, লাল টিপ, হাতে পুজোর থালা নিয়ে  নববধূর সাজে সকলের নজর কেড়েছেন দেবলীনা কুমার।
 

510

নিজের সোশ্যাল মিডিয়াতেই নয়া চমক দিয়েছেন অভিনেত্রী। তবে কি বিয়ের ফুল খুব শীঘ্রই ফুটতে চলেছে,  দেবলীনাক চওড়া হাসি বলে দিচ্ছে সেই কথা।

610

নববধূর বেশে দেবলীনাকে দেখে মা দুগ্গার সঙ্গেও তুলনা টেনেছেন নেটিজেনরা। তার টোনড ফিগার পুরুষ হৃদয়ে ঝড় তুলতে সিদ্ধহস্ত তা আগেও প্রমাণ মিলেছে।

710

যত সময় যাচ্ছে হু হু করে বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা।

810

লকডাউনে মেদ না বাড়িয়ে ছিপছিপে চেহারায় নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় তা  তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

910

বেশ কয়েক বছর ধরে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেবলীনা।

1010

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই কাপল। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করতেও দেখা যায় অভিনেত্রীকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos