বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। ৪০-এর কোটায় পৌঁছেও তার শরীরী উষ্ণতা আঠারোও যুবতীকেও যেন হার মানাবে। ছিপছিপে শরীর, ফ্ল্যাট অ্যাবসেই ছক্কা হাঁকাচ্ছেন টলিউডের 'নিউন লেডি'।
Riya Das | Published : Nov 20, 2020 2:38 PM / Updated: Nov 20 2020, 02:41 PM IST
কখনও নাচছেন আবার কখনও গাইছেন, কখনও আবার বোল্ড ফোটোশুটে ঝড় তুলেছেন টলিপাড়ার বঙ্গতনয়া মনামী ঘোষ। একের পর এক ছবি ভিডিওতে তিনি বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন।
বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে তার গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে।
নিজের ইনস্টা-তে একের পর এক চোখধাঁধানো ছবি শেয়ার করে বিনোদনের রসদ জুগিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী মনামী।