টলিউডের 'Neon Lady' কে চিনতে পারছেন, সেক্সি কোমরের ক্রপটপে ভাইরাল বঙ্গতনয়া

বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। ৪০-এর কোটায় পৌঁছেও  তার শরীরী উষ্ণতা আঠারোও যুবতীকেও যেন হার মানাবে। ছিপছিপে শরীর, ফ্ল্যাট অ্যাবসেই ছক্কা হাঁকাচ্ছেন টলিউডের 'নিউন লেডি'।
 

Riya Das | Published : Nov 20, 2020 9:08 AM IST / Updated: Nov 20 2020, 02:41 PM IST
19
টলিউডের 'Neon Lady' কে চিনতে পারছেন, সেক্সি কোমরের ক্রপটপে ভাইরাল বঙ্গতনয়া

কখনও নাচছেন আবার কখনও গাইছেন, কখনও আবার বোল্ড ফোটোশুটে ঝড় তুলেছেন টলিপাড়ার বঙ্গতনয়া মনামী ঘোষ। একের পর এক ছবি ভিডিওতে তিনি বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন। 
 

29

 বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল রঙের পোশাকের সঙ্গে তার গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে। 

39


নিজের ইনস্টা-তে একের পর এক চোখধাঁধানো ছবি শেয়ার করে বিনোদনের রসদ জুগিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী মনামী।

49


হলুদ রঙের  স্কার্টের সঙ্গে  মাল্টিরঙের ক্রপটপে অভিনেত্রী গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। 

59


ছবি পোস্ট করা মাত্রই ভক্তদের কমেন্টে ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। মাল্টিকালারের  পোশাকে 'নিউন লেডি' বলে কমেন্ট করেছেন ভক্তরা।

69


ছিপছিপে মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও। 

79


সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি, ভিডিও আপলোড করে বিনোদনের রসদ জোগাচ্ছেন অভিনেত্রী।  

89


করোনা কালে নিউ নর্মালে ফিরতেই  কিছুদিন আগেই ফ্রেশ অক্সিজেন নিতে  দার্জিলিংয়ের কোলে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী মনামী।

99

সেখানে  গিয়েও দার্জিলিং-এর আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে পাহাড়ের  কোলে গা ভাসিয়ে একের পর এক ছবি পোস্ট করেছেন মনামী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos