রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানেই যেন গঙ্গাজলে গঙ্গাপুজো। গোটা দেশ জুড়ে যখন পালিত হয় রবীন্দ্র জয়ন্তী, কবির গান, কবির কলমের অবদানই হয়ে ওঠে শ্রদ্ধা জানানো ভাষা। তাঁর নিজের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। নিজের জন্মদিনেও কলম ধরতেন কবি, নিজেশে শুভেচ্ছা জানিয়ে প্রথমবার লিখেছিলেন- 'আজ আমার জন্মদিন — পঁচিশে বৈশাখ — পঁচিশ বৎসর পূর্ব্বে এই পঁচিশে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলুম — জীবনে এমন আরও অনেকগুলো পঁচিশে বৈশাখ আসে এই আশীর্ব্বাদ করুন।'