কেটে গিয়েছে সাত সাতটা বছর। তবুও আপামর বাঙালির মনের মণিকোঠায় আজও তিনি রয়েছেন একই আবেগ নিয়ে। একশো এক তম জন্মবার্ষিকী প্রবাদপ্রতিম শিল্পী মান্না দের। প্রবোদ চন্দ্র দে। মা-বাবার দেওয়া নামটা কেবল খাতা কলমেই রয়ে গেল। মান্না দে নামটাই উঠে এল জনপ্রিয়তার শীর্ষে। বাড়িতেই গানের তালিম। মা মহামায়া এবং বাবা পূর্ণা চন্দ্র দে ছাড়াও মান্না দের কাকা কৃষ্ণ চন্দ্র দে অনুপ্রেরণা ছিলেন তাঁর কাছে। বাড়িতে, স্কুলে, কলেজেই প্রথমদিকে জড়িত থাকতেন গান বাজনার সঙ্গে। ১৯৪২ সালে তাঁর জীবনে ঘটল আমূল পরিবর্তন।