অনাবৃত উরু, উন্মুক্ত বুকের খাঁজ, রেড হট লুকে 'সেক্সবম্ব' মনামীর অ্যাটিটিউটে পাগল ভক্তরা

 বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী মনামী ঘোষের  (Monami Ghosh)।  রূপের ছটায় কুপোকাত ভক্তরা। নিজের শরীরী উষ্ণতায় ঝড় তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রীর। বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। বরাবরই নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রীকে দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। তার একটা ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি ডিভা। লাল টুকটুকে লো নেক গাউনে হট পোজে ছবি শেয়ার করেছিলেন মনামী। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষ রেড হট লুকে নিজেকে মেলে ধরেছেন । লো নেক পোশাকে ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা। হাই থাই স্লিট লাল গাউনে নিজেকে লালপরীর মতো মেলে ধরেছেন বঙ্গতনয়া। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : Mar 4, 2022 9:52 AM IST
110
অনাবৃত উরু, উন্মুক্ত বুকের খাঁজ, রেড হট লুকে 'সেক্সবম্ব' মনামীর অ্যাটিটিউটে পাগল ভক্তরা

বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। বরাবরই নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন মনামী ঘোষ (Monami Ghosh) । সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রীকে দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা। তার একটা ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।

210


 বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী মনামী ঘোষের  (Monami Ghosh)।  রূপের ছটায় কুপোকাত ভক্তরা। নিজের শরীরী উষ্ণতায় ঝড় তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রীর। এবারও তার অন্যথা হল না। 

310


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি ডিভা। লাল টুকটুকে লো নেক গাউনে হট পোজে ছবি শেয়ার করেছিলেন মনামী। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষ রেড হট লুকে নিজেকে মেলে ধরেছেন (Monami Ghosh) । 
 

410


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি ডিভা। লাল টুকটুকে লো নেক গাউনে হট পোজে ছবি শেয়ার করেছিলেন মনামী। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষ রেড হট লুকে নিজেকে মেলে ধরেছেন (Monami Ghosh) । 
 

510

কোন অনুষ্ঠান মঞ্চ থেকে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মনামী ঘোষ (Monami Ghosh)। রেড হট লুকে নিজের শরীরী উষ্ণতায় ভক্তদের পাগল করেছেন টলিপাড়ার বার্বি গার্ল।  লাল পোশাকের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করা সবুজ রঙের ক্যাকটাসের কানের দুল নজর কেড়েছে নেটিজেনদের।
 

610


অনাবৃত উরুতেই যেন চোখ আটকে গেছে নেটিজেনদের। হাই থাই স্লিট গাউনের সঙ্গে সিলভার রঙের স্টিলেটো, মাথায় টপ নট করে বাধা চুল, অভিনেত্রীর কিলার লুকের অ্যাটিটিউটে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা (Monami Ghosh)।

710


বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ।  

810


বয়সটা বাড়লেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। মনামীর বর্তমান বয়স নিয়ে মাথা ঘামাতে রাজি নন কেউই। কারণ তাকে সবসময় সুইট সিক্সটিনই মনে করা হয়। এবং দীর্ঘদিন ধরে তিনি সেই জায়গাটা ধরে রেখেছেন। মনামী ঘোষ, নামটাই যেন যথেষ্ঠ, ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা  (Monami Ghosh)। 

910

টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ রয়েছে সবার প্রথমে। বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও।  নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি -ভিডিও শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলছেন মনামী (Monami Ghosh)।  
 

1010


শরীরী নেশায় ভক্তদের পাগল করতে সর্বদাই কিছু না কিছু করেই চলেছেন মনামী ঘোষ। অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী। মনামী ঘোষকে  নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও (Monami Ghosh)। 

Share this Photo Gallery
click me!

Latest Videos