উপচে পড়ছে শরীরী কাম, সেক্সি লুকে সাংসদ অভিনেত্রীকে দেখেই সটান বিয়ের প্রস্তাব, জবাবে কী বললেন মিমি

টলিপাড়ার অন্দরে কান পাতলেই মিমি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কেমন বর চাই সাংসদ অভিনেত্রীর,  তা অনেকেরই জানা রচনা ব্যানার্জির টক শো দিদি নম্বর ১-এর দৌলতে। বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লুকও থাকতে হবে। এর মধ্যেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন নায়িকা। তবে ঠিক প্রস্তাব নয়, মিমিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দৃঢ় সংকল্প একপ্রকার সাফ জানিয়ে দিলেন  সেই ভক্ত, জবাবে কী বললেন মিমি, জানলে চমকে যাবেন।

Riya Das | Published : Mar 26, 2021 8:57 AM / Updated: Mar 26 2021, 09:09 AM IST
18
উপচে পড়ছে শরীরী কাম, সেক্সি লুকে সাংসদ অভিনেত্রীকে দেখেই সটান বিয়ের প্রস্তাব, জবাবে কী বললেন মিমি

একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। 

28


ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। 

38


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় টোনড ফিগারের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী মিমি।  সেক্সি পোজে সাংসদ অভিনেত্রী মিমিকে দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

48


টলিপাড়ার অন্দরে কান পাতলেই মিমি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কেমন বর চাই সাংসদ অভিনেত্রীর,  তা অনেকেরই জানা রচনা ব্যানার্জির টক শো দিদি নম্বর ১-এর দৌলতে। 

58


বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লুকও থাকতে হবে। এর মধ্যেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন নায়িকা। তবে ঠিক প্রস্তাব নয়, মিমিকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার দৃঢ় সংকল্প একপ্রকার সাফ জানিয়ে দিলেন  সেই ভক্ত। 

68


ভোটের প্রচারের মধ্যেও  নিজের অনুরাগীদের সঙ্গে কিউএন্ডএ সেশন করেন মিমি। এর আগেও তা বহুবার করেছেন মিমি। এবারও সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা।

78

সেখানেই এক অনুরাগী নিজের মনের কথা বলেন মিমিকে। তিনি লেখেন, 'তুমি যত বড় তারকাই হও না কেন, আমি তোমাকেই বিয়ে করব'।

88


জবাবে কী বললেন মিমি। নিজের মতোন করেই গানের মাধ্যমে এর উত্তর দিয়েছেন অভিনেত্রী।  মুঝসে শাদি কারোগি ছবির টাইটেল ট্র্যাকটি জুড়ে দিয়েছেন নিজের  স্টোরিতে। পুরো  বিষয়টিকে নিছকই মজার ছলে নিজেছেন অভিনেত্রী।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos