২০২১ সালটা সবথেকে বেশি শিরোনামে উঠে এসেছেন টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী তথা ঈশানের মাম্মা নুসরত জাহান। বিতর্ক এবং নুসরত জাহান যেন সমার্থক শব্দ। তবে নিন্দুকদের চোখরাঙানিকে মোটেই পাত্তা না দিয়ে বিন্দাস মুডে রয়েছেন সাংসদ অভিনেত্রী। সম্প্রতি নতুন বছর উদযাপনে স্বামী যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত। তবে যাওয়ার আগে এয়ারপোর্ট লুকে একসঙ্গে ধরা দিলেও গোয়ায় নিয়ে এখনও পর্যন্ত কাপল গোল দেননি যশরত জুটি। তবে গোয়ায় বর্ষবরণ সেলিব্রেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। এখানেই শেষ নয়, কখনও শর্টস কিংবা ব্যাকলেস গাউনে হটকে লুকে রাতারাতি ঘুম কেড়ে নিয়েছেন টলিপাড়ার সেক্সি মাম্মা নুসরত জাহান।