Nusrat Jahan : শর্টস কিংবা ব্যাকলেস, লাস্যময়ী নুসরতের কোমরের কার্ভসে বাড়ছে উষ্ণতার পারদ

২০২১ সালটা সবথেকে বেশি শিরোনামে উঠে এসেছেন টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী তথা ঈশানের মাম্মা নুসরত জাহান। বিতর্ক এবং নুসরত জাহান যেন সমার্থক শব্দ। তবে নিন্দুকদের চোখরাঙানিকে মোটেই পাত্তা না দিয়ে বিন্দাস মুডে রয়েছেন সাংসদ অভিনেত্রী।  সম্প্রতি নতুন বছর উদযাপনে স্বামী যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত। তবে যাওয়ার আগে এয়ারপোর্ট লুকে একসঙ্গে ধরা দিলেও গোয়ায় নিয়ে এখনও পর্যন্ত কাপল গোল দেননি যশরত জুটি। তবে গোয়ায় বর্ষবরণ সেলিব্রেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। এখানেই শেষ নয়, কখনও শর্টস কিংবা ব্যাকলেস গাউনে হটকে লুকে রাতারাতি ঘুম কেড়ে নিয়েছেন টলিপাড়ার সেক্সি মাম্মা নুসরত জাহান।
 

Riya Das | / Updated: Jan 04 2022, 06:00 PM IST
110
Nusrat Jahan : শর্টস কিংবা ব্যাকলেস, লাস্যময়ী নুসরতের কোমরের কার্ভসে বাড়ছে উষ্ণতার পারদ

শহুরে কোলাহল ছেড়ে অনেকটা দূরে গিয়ে নিজেদের মতো করে নিউইয়ার সেলিব্রেশনে মেতেছেন  নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত। ২০২১ -কে বিদায় জানিয়ে ২০২২-কে স্বাগত জানিয়ে যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত।

210


গোয়ায় বর্ষবরণ সেলিব্রেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। তবে এখনও পর্যন্ত একসঙ্গে ছবিতে ধরা দেননি টলিপাড়ার হট অ্যান্ড হ্যাপেনিং কাপল। তাদের একসঙ্গে দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা (Nusrat Jahan) ।

310


নতুন বছর উদযাপনে হট লুকে নিজেকে মেলে ধরছেন নুসরতক জাহান (Nusrat Jahan) । কখনও শর্টস কিংবা ব্যাকলেস গাউনে হট লুকে রাতারাতি ঘুম কেড়ে নিয়েছেন টলিপাড়ার সেক্সি মাম্মা নুসরত জাহান।

410

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় গোয়ার প্রতিটি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নুসরত। ডেনিম হট প্যান্ট, হলুজ রঙের ক্রপ টপ, চোখে সানগ্লাস,  খোলা চুলে ধরা দিয়েছেন নুসরত জাহান। ছবি হু হু করে ভাইরাল হয়েছে (Nusrat Jahan) ।

510

গোয়ার বিচ থেকে খানিক দূরে নীল পোশাকে ছবি পোস্ট করেছেন  নুসরত (Nusrat Jahan) । যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি। আর জলের মতো যেন নীলপরীর বেশে নিজেকে ফ্লন্ট করেছেন ঈশানের মাম্মা।

610

হাল ফ্যাশনে স্টাইল স্টেটমেন্টে ইতিমধ্যেই নজর কেড়েছেন নুসরত। গোয়াতে গিয়ে বিভিন্ন পোশাকে ফ্যাশন গোল দিয়েছেন নুসরত (Nusrat Jahan) । নীল ক্যাজুয়াল পোশাকে কোমরের কার্ভসে সুপারহট নুসরত জাহান।

710

ভ্যাকেশনের প্রতিটা মুহূর্ত তাড়িয়ে উপভোগ করছেন নুসরত জাহান।  এই মুহূর্তে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশ ও নুসরত (Nusrat Jahan) । বছরের শুরুতে ছক্কা হাঁকিয়েছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী।

810


বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া ।  টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত নুসরত জাহান (Nusrat Jahan) । 

910

রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে(Nusrat Jahan) ।  'ইশক এফএম'-এ এবার নতুন রেডিও শো 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'- বড় চমক দিয়েছেন নুসরত জাহান। 

1010

 নিখিলের সঙ্গে অবৈধ বিয়ে এবং তারপর মা হওয়ার ঘটনায় একের পর এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল নুসরত জাহানকে নিয়ে। এখানেই শেষ নয়, ঈশানের বাবার পরিচয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও যশ দাশগুপ্তই ঈশানের বাবা তা স্বীকার করেছেন নুসরত জাহান। বর্তমানে যশের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন নুসরত জাহান (Nusrat Jahan) ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos