ফিনফিনে পোশাকে স্পষ্ট 'ব্রা'-এর কাপ, ঋতাভরীর নেল আর্টে নজর আটকে অনুরাগীদের

পাশের বাড়ির ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন নেটদুনিয়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার ঋতাভরী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবিতে ঘুম উড়বার জোগাড় হয় ভক্তদের।   শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী।টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। কালো নেটের ট্রান্সপারেন্ট পোশাকে স্পষ্ট ব্রা-এর কাপ। হট ক্লিভেজ উন্মুক্ত করেই ছবিতে হট পোজ দিয়েছেন ঋতাভরী। তবে অভিনেত্রীর ট্রান্সপারেন্ট শরীরের থেকে অনেক বেশি নজর কেড়েছ অভিনেত্রীর হাতের নেল আর্ট। দেখে নিন অভিনেত্রীর সাহসী ছবিগুলি।
 

Riya Das | Published : Apr 7, 2022 8:54 AM IST
110
ফিনফিনে পোশাকে স্পষ্ট 'ব্রা'-এর কাপ, ঋতাভরীর নেল আর্টে নজর আটকে অনুরাগীদের

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি  রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী।

210


 বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। 

310

কালো নেটের ট্রান্সপারেন্ট পোশাকে স্পষ্ট শরীরের প্রতিটি খাঁজ, বুকের গভীর খাঁজ উন্মুক্ত করেই ভক্তদের পাগল করলেন টলি ডিভা ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া।  শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। 

410

 কালো নেটের ট্রান্সপারেন্ট পোশাকে স্পষ্ট ব্রা-এর কাপ। হট ক্লিভেজ উন্মুক্ত করেই ছবিতে হট পোজ দিয়েছেন ঋতাভরী। তবে অভিনেত্রীর ট্রান্সপারেন্ট শরীরের থেকে অনেক বেশি নজর কেড়েছ অভিনেত্রীর হাতের নেল আর্ট। 
 

510


 হট ক্লিভেজ দেখিয়ে রাতারাতি আগুন জ্বালিয়ে দিয়েছেন টলি ডিভা। আগুনে কন্যার প্রতিটি ছবি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বক্ষ-বিভাজিকা যে ফ্যাশন স্টেটমেন্ট, তা বারেবারে প্রমাণ করে দিয়েছেন  ঋতাভরী। প্রতিটি ছবিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

610

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই  ছবি -ভিডিও পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান  টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী।

710

ঋতাভরীর লাভ লাইফ নিয়েও চর্চার শেষ নেই নেটিজেনদের। নিজের প্রেমের কথা আগেই স্বীকার করে নিয়েছেন ঋতাভরী। দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষের সঙ্গে কোয়ালিটি টাইমের ছবি শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তী।

810


নিজের প্রিয় মানুষের সঙ্গে ছবি দিলেও মিস্ট্রি ম্যানের মুখের ছবি প্রকাশ করেননি ঋতাভরী। তবে বেশ ভালই যে প্রেমে মজেছেন তা ছবিতেই স্পষ্ট। ঋতাভরী আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন । পেশাগত ভাবে ডাক্তাক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন ঋতাভরী। 
 

910

কোয়ালিটি টাইমের ছবি শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন, বিগত কিছু মাস ধরেই জীবন আমার প্রতি খুবই দয়ালু। যদিও জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। তবু আমার বিশ্বাস ওগুলো ভবিষ্যতেও থাকবে। এর মধ্যে দিয়েই আমি শান্তি খুঁজে পেয়েছি। তার মধ্যে কিছু আনন্দের মুহূ্ত ভাগ করছি, যা আমাদের খুব আনন্দ দিয়েছে। আশা করি তোমাকে। নাম না নিয়েই ভালবাসা প্রকাশ করেছেন ঋতাভরী। টলিপাড়ার নয়া জুটিকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

1010

 দীর্ঘ অসুস্থতার পর নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী। চলতি মাসের ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়ে ঋতাভরীর ছবি 'এফআইআর'। ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। ঋতাভরী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ঋতাভরীকে। যেখানে ঋতাভরীর চেহারায় অনেকটায় পার্থক্য দেখা গিয়েছে। তবে আপাতত চেহারা নিয়ে নয়, নিজের কাজেই মন দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos