কনকনে ঠান্ডায় X-Masপার্টি মুডে রাজ-শুভশ্রী, নো-মেক আপ লুকেই গ্ল্যামারাস ইউভানের 'সেক্সি মাম্মা'

জমিয়ে ঠান্ডা পড়েছে শহরে। ডিসেম্বরের উইকেন্ড মানেই মনটা কেমন বাইরে যেতে চায়, তার উপর কুয়াশাচ্ছন শীতের সন্ধ্যায় পার্টি করার জন্য আদর্শ পরিবেশ। আর সেই সুযোগকেই কাজে লাগালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফুল পার্টি মুডে দেখা গিয়েছে ইউভানের মাম্মা-পাপাকে। নো-মেক আপ লুকেই গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে অভিনেত্রী, রইল একগুচ্ছ ছবি।

Riya Das | Published : Dec 21, 2020 10:59 AM / Updated: Dec 21 2020, 11:01 AM IST
18
কনকনে ঠান্ডায় X-Masপার্টি মুডে রাজ-শুভশ্রী, নো-মেক আপ লুকেই গ্ল্যামারাস ইউভানের 'সেক্সি মাম্মা'

হঠাৎ করে আউটিং প্ল্যান। তবে স্বপরিবারে নয়, একান্তে কোয়ালিটি টাইম কাটাতে বেরিয়ে পড়েছেন টলিপাড়ার সেক্সি মাম্মা-পাপা।
 

28


নিজেদের সোশ্যাল মিডিয়ায় আউটিং-এর ছবিও শেয়ার করেছেন  শুভশ্রী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল নেটদুনিয়ায়।

38

টলিপাড়ার মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং কাপল রাজ-শুভশ্রী এখন লাইমলাইটে। শীতের সন্ধ্যায় জমে গিয়েছে আড্ডার আসর।

48

নো-মেক আপ লুকেই নজর কেড়েছে শুভশ্রী। ইউভানের মাম্মার গ্ল্যামার যেন দিনদিন বেড়েই চলেছে।

58


অফ হোয়াইট আউটফিট, খোলা চুল, সানগ্লাস, এবং নামী ব্র্যান্ডের ব্যাগে নিজের গাড়ির সামনে পোজ দিয়েছেন শুভশ্রী।

68

ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছেন, 'Decembering'। ডিসেম্বরটা যে চুটিয়ে উপভোগ করছেন তা ছবিতেই স্পষ্ট।

78


সম্ভবত পদ্মনাভ দাশগুপ্তের বাড়িতেই বসেছিল সান্ধ্যকালীন আড্ডার আসর। রাজ-শুভশ্রী ছাড়াও সস্ত্রীক পদ্মনাভ  ও টলি অভিনেতা রুদ্রনীলকেও দেখা গিয়েছে।

88


শীতের সন্ধ্যায় ওয়াইনে চুমুক। যেন স্বর্গীয় অনুভূতি। ক্যাপশনে ঘরোয়া আড্ডা বলে ছবি পোস্ট করেছেন রুদ্রনীল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos