মা হওয়ার পরই 'অপরাধবোধে' ভুগছেন শুভশ্রী, কেন একথা বললেন ইউভানের 'সেক্সি মাম্মা'

টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সর্বদাই শিরোনামে থাকেন। ২০১৮ সালেই পরিচালক রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শুভশ্রী। বিয়ের দু বছরের মধ্যেই মা হয়েছেন শুভশ্রী। রাজশ্রীর ছোট্ট ইউভান এখন নেটদুনিয়ার হটকেক। সাড়ে ন মাসের ছেলেকে নিয়েই সারাদিন ব্যস্ত শুভশ্রী। তবে ছেলের জন্মের পর কীভাবে সবকিছু সামলে নিয়েছেন শুভশ্রী তা বলতে গিয়েই অপরাধবোধের কথা শোনা গিয়েছে অভিনেত্রীর গলায়, কেন একথা বললেন শুভশ্রী, খোলসা করলেন নিজেই।
 

Riya Das | Published : Jul 2, 2021 9:44 AM
18
মা হওয়ার পরই 'অপরাধবোধে' ভুগছেন শুভশ্রী, কেন একথা বললেন ইউভানের 'সেক্সি মাম্মা'

স্বামী-সন্তান-পরিবার এই নিয়েই বেজায় ব্যস্ত টলিপাড়ার সেক্সি মাম্মা শুভশ্রী গাঙ্গুলি। ন মাসের ছেলেকে নিয়েই এখন সারাদিন ব্যস্ত শুভশ্রী।

28

ছেলের জন্মের পর এখনও কোন ছবিতে হাত দেননি শুভশ্রী। তবে  রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের হাত ধরেই শুটিং ফ্লোরে ফিরেছেন নায়িকা। যেখানে জিৎ ও গোবিন্দার সঙ্গে বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রীকে।

38


তবে ছেলের জন্মের পর কীভাবে সবকিছু সামলে নিয়েছেন শুভশ্রী তা বলতে গিয়েই অপরাধবোধের কথা শোনা গিয়েছে অভিনেত্রীর গলায়। কারণও খোলসা করলেন শুভশ্রী নিজেই।

48

প্রথমসারির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে  শুভশ্রী জানিয়েছেন, মা হওয়ার সঙ্গে সঙ্গেই অপরাধবোধের জন্ম হয়। কারণ নিজের সঙ্গে মি-টাইম কাটিয়ে ফেললেই অপরাধবোধে ভুগি আমি। শুটিংয়ে গেলেই ইউভানকে নিয়েই চিন্তা হয়।

58


তবে পরিবারের জন্য ৯  মাসের ছেলেকে রেখেই শুটিং ফ্লোরে ফিরতে পেরেছেন শুভশ্রী। শাশুড়ি ননদ-রাই সামলে রাখেন ইউভানকে।

68

অভিনেত্রী আরও জানিয়েছেন, সকলে ওকে আদর রাখে। কয়েকদিন আগে শুটিংয়ের ফাঁকে ভিডিও কল করেছিলাম, আমাকে দেখেই কাঁদতে শুরু করেছিল, দেখেই মন খারাপ হয়েছিল।

78

রাজশ্রীর ছোট্ট ইউভান এখন নেটদুনিয়ার হটকেক।জন্মানোর পর থেকেই তারকা পুত্রকে নিয়ে হইচই-এর শেষ নেই।
 

88

 রাউডি বেবি থেকে টলিপাড়ার তৈমুর জন্মের পর থেকে টলিপাড়ার তাবড় তাবড় সেলেবদের তুড়ি মেড়ে টেক্কা দিচ্ছে রাজ-শুভশ্রীর ছোট্ট খুদে ইউভান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos