সেরা চিত্রনাট্য এবং সংলাপ লেখক হিসেবে পুরষ্কার পেলেন শাস্বতী ঘোষ। মিঠাই এবং রানি রাসমনির জন্য পুরস্কিত হলেন তিনি। এদিন মঞ্চে সেরা পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ছাড়াও সেরা দুটি, সেরা মা, সেরা পরিবার, সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক, সেরা কৌতুক অভিনেতা-অভিনেত্রী, সেরা বয়স্ক জুটি, সেরা শব্দগ্রাহক, সেরা প্রোডাকশন ডিজাইনার-সহ একাধিক ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়।