নুসরতের বিপক্ষে গিয়েই BJP-তে যোগ দিলেন যশ, পাপিয়া সহ একগুচ্ছ তারকারা তুলে নিলেন গেরুয়া পতাকা

অবশেষে জল্পনার অবসান। তৃণমূল সাংসদ তথা টলিপাড়ার অভিনেত্রী নুসরত জাহানের প্রেমিক যশ দাশগুপ্ত শেষমেষ যোগ দিলেন বিজেপিতে। আজই মুকুল রায়  এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই পদ্ম শিবিরে যোগ দিলেন যশ। প্রেমের গুঞ্জনের মধ্যেই নুসরতের বিরোধী দলেই যোগ দিয়ে জল্পনা যেন দ্বিগুন বাড়িয়ে দিলেন যশ। যশ ছাড়াও আরও একঝাঁক তারকা হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।

Riya Das | Published : Feb 17, 2021 6:27 PM / Updated: Feb 17 2021, 08:25 PM IST
19
নুসরতের বিপক্ষে গিয়েই BJP-তে যোগ দিলেন যশ, পাপিয়া সহ একগুচ্ছ তারকারা তুলে নিলেন গেরুয়া পতাকা

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন টলি অভিনেতা যশ দাসগুপ্ত। সকাল থেকেই তুমুল জল্পনার মধ্যেই হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা।

29

তবে শুধু যশ একাই নন, আরও বেশ কয়েকজন টলিপাড়ার সেলিব্রিটিও রয়েছেন সেই তালিকায়। একঝাঁক টলি তারকারা পদ্ম শিবিরে যোগদান করলেন যশের সঙ্গেই।

39

বুধবার বিজেপির সদ্যনির্মিত পাঁচতারা মিডিয়া সেন্টারে যশ ছাড়াও বিজেপি-তে যোগ দিলেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, মল্লিকা বন্দোপাধ্যায় সহ আরও অনেকে।

49

মুকুল রায়  এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই  পদ্ম শিবিরে যোগ দিলেন যশ এবং টলি অভিনেতারা। সকলের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

59

সদ্যই খড়কুটো অভিনেতা কৌশিক রায় বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কৌশিকের পর যশ দাসগুপ্ত সহ আরও একঝাঁক  তারকা যোগ দিলেন বিজেপিতে।

69

 বিজেপিতে যোগ দিয়েই  যশ জানিয়েছেন, 'এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। যেহেতু আমার নিজের বয়স কম তাই তরুণ প্রজন্মই আমার মূল লক্ষ। কারণ বিজেপি সবসময়েই তরুণ প্রজন্মের উপর জোর দিয়েছে। রাজনীতি মানেই পরিবর্তন দরকার। আর পরিবর্তন মানেই সিস্টেমের মধ্যে কাজ করা'।

79


 যশ দাশগুপ্তের জীবনেও নতুন প্রেমের ছোঁয়া। বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরতের সঙ্গে চর্চিত প্রেম কিসসা এখন টলিপাড়ার অলিগলিতে। 

89

বর্তমানে তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ঠিক তার বিরোধী পদ্ম শিবিরেই যোগ  দিলেন যশ, এই নিয়ে জোর গুঞ্জন বাড়ছে টলিপাড়ায়।

99

একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই  যখন  উত্তাল টলিপাড়া তখনই বিজেপিতে যোগ দিলেন যশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos