২২ গজে অনুষ্কা, ময়দানে নামছেন বিরাট ঘরনি, ঝুলন গোস্বামীর বায়োপিকে বলিউডে কামব্যাক সেক্সি মাম্মা-র

চলতি বছরের শুরুতেই গত ১১ জানুয়ারি দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা । মেয়ের বয়স ২ মাস পেরোতে না পেরোতেই সেক্সি চাবুক  ফিগারে শুটিং ফ্লোরে ফিরেছেন অনুষ্কা। এবার ২২ গজে বল হাতে দেখা যাবে বিরাট ঘরনিকে। দীর্ঘ টালবাহানার পর ঝুলন গোস্বামীর বায়োপিকে বলিউডে কামব্যাক করছেন সেক্সি মাম্মা অনুষ্কা শর্মা।
 

Riya Das | Published : Jul 6, 2021 5:25 PM / Updated: Jul 06 2021, 05:30 PM IST
110
২২ গজে অনুষ্কা, ময়দানে নামছেন বিরাট ঘরনি, ঝুলন গোস্বামীর বায়োপিকে বলিউডে কামব্যাক সেক্সি মাম্মা-র

সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা।   বিরুষ্কার জীবনে এসেছে নতুন অতিথি। অনুষ্কা শর্মাকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। 
 

210

গত ১১ জানুয়ারি দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা। মেয়ের বয়স ২ মাস পেরোতে না পেরোতেই সেক্সি চাবুক  ফিগারে শুটিং ফ্লোরে ফিরে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা।

310

এবার ২২ গজে বল হাতে দেখা যাবে বিরাট ঘরনিকে। দীর্ঘ টালবাহানার পর ঝুলন গোস্বামীর বায়োপিকে বলিউডে কামব্যাক করছেন সেক্সি মাম্মা অনুষ্কা শর্মা।
 

410

বছর দেড়েক আগে এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছিল তুঙ্গে।

510

২০২০ সালের শুরুতে ইডেনে ছবির লুকও টেস্টও সেরেছিলেন অনুষ্কা। কিন্তু ছবির নাম ঘোষণা হয়নি।

610

এর মধ্যে মেয়ে ভামিকাকে নিয়ে ব্যস্ত বিরাট ঘরনি। বেশ কিছুদিন ধরেই স্থগিত ছিল বায়োপিকের কাজ। শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন অনুষ্কা শর্মা।
 

710

ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' দিয়ে বলিউডে কামব্যাক করতে চলেছেন অনুষ্কা শর্মা। দীর্ঘ আড়াই বছর ধরে চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে রয়েছেন নায়িকা।
 

810


সূত্রের খবর, চলতি বছরের শেষেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। চিত্রনাট্য লেখা শেষ হলেই ২২ গজে নামবেন অনুষ্কা।

910

২০১৭ সালে প্রথম ঝুলন গোস্বামীর বায়োপিকের কথা সামনে এসেছিল। তারপর থেকেই নানা সমস্যায় ছবির কাজ এগোয়নি। 

1010

তবে চলতি বছরেই ফ্লোর কাঁপাতে আসছেন অনুষ্কা শর্মা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos