ব্যাকলেসে শরীরী মোচড়, 'সেমি ন্যুড' ছবিতে নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছেন শ্রিয়া

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। বলিউডে বেশ কয়েকটি ছবি করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অজয় দেবগণের বিপরীতে 'দৃশ্যম' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন শ্রিয়া। কখনও টপ , কখনও লেহেঙ্গা, ব্যাকলেস ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শরীরী উত্তাপ ছড়াচ্ছেন শ্রিয়া শরণ।
 

Riya Das | Published : Feb 7, 2021 9:42 PM
18
ব্যাকলেসে শরীরী মোচড়, 'সেমি ন্যুড' ছবিতে নেটদুনিয়ায় আগুন ঝরাচ্ছেন শ্রিয়া

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণের ব্যাকলেস ছবিতে কাঁপছে সোশ্যাল মিডিয়া। একের পর এক ছবি শেয়ার করে ফের লাইমলাইটে উঠে এসেছেন শ্রিয়া।

28

খোলা পিঠের ছবি শেয়ার করে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন শ্রিয়া। ব্যাকলেস টপ কিংবা গাউন সবতেই চুঁইয়ে পড়ছে শরীরী উষ্ণতা।

38

তবে নতুন কোনও ছবি নয়,শ্রিয়ার পুরোনো ছবিই সোশ্যাল মিডিয়ার পাতা সরগরম করে রেখেছে।

48

বোল্ড অ্যান্ড সেক্সি লুকে শ্রিয়াকে দেখে কাঁপছে সাইবারবাসী। প্রতিটি ছবিতেই মোহময়ী শ্রিয়া। 
 

58

কখনও টপ , কখনও লেহেঙ্গা, ব্যাকলেস ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শরীরী উত্তাপ ছড়াচ্ছেন শ্রিয়া শরণ।

68

সেক্সি ফিগারের ভাঁজে ফ্যানদের বেশ ধরে রেখেছেন শ্রিয়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে শ্রিয়ার এই ছবি।

78

২০১৮ সালে ১২ মার্চ অ্যান্দ্রেই কসচিভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রিয়া। এবং বিয়ের পর থেকেই স্পেনেই রয়েছেন অভিনেত্রী। 

88

সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ  শ্রিয়া। নিজের ব্যক্তিগত জীবন হোক বা চলচ্চিত্র জীবন  সবকিছুই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শ্রিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos