আন্ডারওয়ার্ল্ড যোগ থেকে ম্যাচ ফিক্সিং, বাদ গেল না 'পর্নোগ্রাফি', বিতর্কে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

অভিনেতা-অভিনেত্রী মানেই কন্টোভার্সি থাকবে একথা যেন ভুল প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তার নিজের নামের সঙ্গেই যেন জুড়ে রয়েছে বিতর্ক। এবার সমস্ত বিতর্কের উর্ধ্বে পৌঁছেছেন রাজ। পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে  সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মধ্যে ছড়িয়ে দিত রাজ, যদিও এই প্রথম নয়, এর আগে আন্ডারওয়ার্ল্ড থেকে ম্যাচ ফিক্সিং একাধিক বিতর্কে নাম জড়িয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার।
 

Riya Das | Published : Jul 20, 2021 6:07 AM IST
112
আন্ডারওয়ার্ল্ড যোগ থেকে ম্যাচ ফিক্সিং, বাদ গেল না 'পর্নোগ্রাফি', বিতর্কে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে  সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। 

212

পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মধ্যে ছড়িয়ে দিত রাজ। যদিও এই প্রথম নয়, এর আগেও বহু বিতর্কে নাম জড়িয়েছেন রাজের।
 

312


বলি অভিনেত্রীকে শিল্পা শেট্টিকে বিয়ে করেই লাইমলাইটে আসেন রাজ। তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়েও নানা কেচ্ছা প্রকাশ্যে এসেছিল।

412


রাজের লাইফস্টাইল থেকে শিল্পার সঙ্গে বিয়ে, প্রথম স্ত্রীর ডিভোর্স, হোম শপিং চ্যানেল বিতর্ক, আর্থিক অনিয়ম নিয়ে বহুবার নাম উঠে এসেছে রাজের। 
 

512

আন্ডারওয়ার্ল্ড থেকে ম্যাচ ফিক্সিং একাধিক বিতর্কে শীর্ষে ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। ২০০৯ সালে মরিশাসের একটি সংস্থার সঙ্গে রাজস্থান রয়্যালসের মালিকানা কেনেন রাজ ও শিল্পা। শিল্পার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই টিমকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে  প্রতিষ্ঠা করা হয়।

612

সালটা ২০১৩। আইপিএল -এ বেটিং করার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। আইপিএল-এর কুখ্যাত স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পরেন রাজ। এবং রাজ স্বীকারও করেছিলেন তিনি ম্যাচে বেটিং করে বড় অঙ্কের টাকা লাগিয়েছিলেন।

712


রাজের বিরুদ্ধে দোষ প্রমাণও হয় আদালতে। ২ বছরের জন্য ব্যান করা হয়েছিল টিম রাজস্থান রয়্যালসকে। এবং ২০১৫ সালে সারাজীবনের জন্য আইপিএল থেকে ব্যান করা হয় রাজকে।  সেইসময় শিল্পার নামও জড়িয়েছিল, যার ফল ভুগেছিল গোটা টিম।

812


রাজের বিরুদ্ধে দোষ প্রমাণও হয় আদালতে। ২ বছরের জন্য ব্যান করা হয়েছিল টিম রাজস্থান রয়্যালসকে। এবং ২০১৫ সালে সারাজীবনের জন্য আইপিএল থেকে ব্যান করা হয় রাজকে।  সেইসময় শিল্পার নামও জড়িয়েছিল, যার ফল ভুগেছিল গোটা টিম।

912


আবার ২০১৮ সালে ২ হাজার কোটি টাকার আর্থিক তছরূপে নাম জড়ায় শিল্পার বড় রাজ কুন্দ্রার। এই বিষয়ে ইডি তলবও করেছিল রাজকে। এবং তদন্তে রাজ ছাড়াও বলিউডের অনেক রাঘববোয়ালরাই ফেঁসে গিয়েছিলেন।

1012

আর্থিক তছরুপের মামলায় একাধিকবার নাম ওঠার পর মুম্বইয়ের কুখ্যাত অপরাধ জগত আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও নাম জড়ায় রাজের। মানি লন্ডারিং মামলায়, ডন ইকবাল মির্চির সঙ্গে নাম জড়ায় রাজের।
 

1112

আন্ডারওয়ার্ল্ডের ঘটনায় রাজতে ১০ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ কুন্দ্রা।

1212

আবারও নতুন বিতর্কে নাম জড়াল রাজের। পর্নোগ্রাফির মতো নোংরা অপরাধেও নাম জড়াল শিল্পা শেট্টির স্বামীর। রমরমিয়ে কীভাবে চালাতেন এই অশ্লীল ছবির চক্র, রাজ গ্রেফতার হতেই তা ফাঁস করল মুম্বই পুলিশ।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos