বডি হাগিং ড্রেসে স্পষ্ট শরীরের প্রতিটি খাঁজ, রেশমির সেক্সি বক্ষবিভাজিকায় বোল্ড আউট নেটপাড়া

ইন্সটাগ্রমে রেশ্মি দেশাইয়ের সুপারহট ফটোশুটে একেবারে কুপোকাত ইন্সটা ইউজাররা। ফ্যাশনেবল পোষাকের সঙ্গে পারফেক্ট মেকআপে একেবারে বোল্ড আউট রেশমি ভক্তরা। নিওন কালারের গর্জিয়াাস অ্যানম্যাল প্রিন্টেড ড্রেসে শরীরের প্রতিটি ভাঁজে একেবারে ঝলসে যাচ্ছে পুরুষ হৃদয়। 

Kasturi Kundu | Published : Apr 8, 2022 5:21 AM IST
19
বডি হাগিং ড্রেসে স্পষ্ট শরীরের প্রতিটি খাঁজ, রেশমির সেক্সি বক্ষবিভাজিকায় বোল্ড আউট নেটপাড়া

টেলিভিশন তারকা রেশমি দেশাইের অভিনয় বারবাারই মুগ্ধ করে ছোট পর্দার দর্শককে। তাঁর অভিনয় দক্ষতা যেমন দর্শকমহলে প্রসিদ্ধ ঠিক তেমনই রেশমির স্টাইল স্টেটমেন্টেও হয়ে ওঠে পেজ থ্রি-র হট আইটেম। টেলি নায়িকার বোল্ড অবতারে ফটোশুট উষ্ণতার পারদ চড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 
 

29

সদ্য অনুষ্ঠিত হওয়া এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গ্লিটারযুক্ত মেটালিক সবুজ ড্রেসে রেশ্মির দিক থেকে চোখ ফেরানো যায় নি। এই অনুষ্ঠানেও রেশ্মির স্টাইল স্টেটমেন্ট কিন্তু কারোর নজর এড়ায় নি। উন্মুক্ত সেক্সি উরু বেয়ে যেন নেমে আসছিল ভরপুর যৌবন। রেশ্মি দেশাইয়ের সেই হট অ্যান্ড বোল্ড লুকের পর লেটেস্ট ফটোশুটে ফের সেক্সি অবতারে  ভক্ত হৃদয়ে ঝড় তুলল টেলি অভিনেত্রী রেশমি দেশাই। 

39

ইন্সটাগ্রমে রেশ্মি দেশাইয়ের সুপারহট ফটোশুটে একেবারে কুপোকাত ইন্সটা ইউজাররা। ফ্যাশনেবল পোষাকের সঙ্গে পারফেক্ট মেকআপে একেবারে বোল্ড আউট রেশমি ভক্তরা। নিওন কালারের গর্জিয়াাস অ্যানম্যাল প্রিন্টেড ড্রেসে শরীরের প্রতিটি ভাঁজে একেবারে ঝলসে যাচ্ছে পুরুষ হৃদয়। 

49

একদিকে বডি হাগিং ড্রেসে ভিন্ন লুকে রেশমির সেই চরম পোজ, সঙ্গে দোসর ফাঙ্কি পনিটেল, ম্যাচিং জুয়েলারি আর চোখের ওপর নীল আইলাইনরের পারফেক্ট কম্বিনেশনে ইন্সটাগ্রামে ঝড়  তুলছেন টেলি তারকা রেশমি দেশাই। হট অন্যান্ড বোল্ড লুকে নিজের ফটোশুটের ছবি নিজের ইন্সটা হ্যান্ডেলে পোস্ট করেছেন রেশমি নিজেই।

59

 মুম্বইতেই একটি ফটোশুটের দৌলত আরও একবার রেশমির লেটেস্ট ফ্যাশন স্টেটমেন্ট উঠে এল পেজ থ্রি-র চর্চার তালিকায়। এবারের ফটোশুটের প্রধান ফোকাসে রয়েছে রেশমির ক্রপ টপ। বডি হাগিং ড্রেসে যখন গোটা শরীরের প্রতিটি ভাঁজ একেবারে স্পষ্ট তখন সেই ক্রপ টপের মাঝে উঁকি মারছে রেশমির সেক্সি বক্ষবিভাজিকা। 

69

 এই ড্রেসে ফটোশুটে ছোট পর্দার নায়িকা রেশমি দেশাই যে সত্যিই সাববলীল, তা তাঁর চোখে মুখেই স্পষ্ট। কখনও বসে তো কখনও আবার নিজেই ক্রপ টপের একদিক সরিয়ে বক্ষবিভাজিকা প্রদর্শনে সুপারসেক্সি রেশমি দেশাই। অ্যানিম্যাল প্রিন্টেড ড্রেসে রেশমির লেটেস্ট ফটোশুট তাঁর ভক্তদের কাছে বিশেষ পাওনা তা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। 

79

ফটোশুটে ফাটাফাটি লুকে রেশমির ভক্তরা একেবারে কাবু। সেই সঙ্গে সদ্য মুক্তিপ্রাপ্ত রেশমির নতুন মিউজিক ভিডিও পারওয়াতেও একেবারে বাজিমাত। নেহা বাসিনের সঙ্গে এই মিউজিক ভিডিও-তে রেশমির ডান্স মুভে কাবু দর্শকমহল। সব মিলিয়ে রেশমি কিন্তু শুধুই তাঁর অভিনয় জগতের জন্য নয়, তাঁর ভিন্নস্বাদের স্টাইলস্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য ট্যালেন্টের সুবাদে লাইমলাইটে চলে আসেন তিনি। 
 

89

টেলি তারকা রেশমিকে শেষবার দেখা গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাগিন সিক্সে। সোশ্যাল মিডিয়ায় উমর রিয়াজের ভক্তদের ট্রোলিং-এর শিকার হয়েছিলেন নায়িকা। সেই জন্য মুম্বই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। 

99

এক সাক্ষাৎকারে রেশমি যখন ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন তখনই অনুরাগীদের রক্তচক্ষুর শিকার হয়েছিলেন নাায়িকা। বিগ বস সিজন ১৫-এ রেশমি আর উমরের মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। সেই কথা অবশ্য পুরোপুরি স্বীকার না করলেও, দুই তরফেই মিলেছে এর ইঙ্গিত। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos