সাদা গাউনে টোনড ব্যাক, দীপিকার মেট গালা লুক আজও অপসরার কথা মনে করিয়ে দেয়

দীপিকা পাডুকোন। এক কথায় যাঁকে স্বর্গের অপসরা হিসেবে চেনে ভক্তরা। মেক আপ থাকুক বা না থাকুক, রূপ যেন ঠিকরে পরে দীপিকার। কখনও ইন্ডিয়ান লুকে মাত দেন অন্যান্য অভিনেত্রীদের তো কখনও ওয়েস্টার্ন লুকে হার মানান বিদেশি নায়িকাদের। এমনটাই ঘটেছিল ২০১৭ সালের মেট গালাতে। সে বছ্র প্রথমবার মেট গালার কার্পেটে হাঁটবেন দীপিকা। ট্রিপল এক্স ছবিতে ভিন ডিজেলের সঙ্গে অভিনয় করে গ্লোবাল জনপ্রিয়তার কাছে পৌঁছে গিয়েছিলেন দীপিকা। তাঁকে নিয়ে কেবল ভারতেই নয় বেশ চর্চা শুরু হয়েছিল দেশের বাইরেও। সেখান থেকেই তিনি আমন্ত্রিত হন মেট গালায়। বিদেশি ব্র্যান্ডের পোশাকে তিনি হাজির হয়েছিলেন মেট গালার কার্পেটে। মাত দিয়েছিলেন বিদেশি এবং হলিউড ব্যক্তিত্বদের। 

Adrika Das | Published : May 13, 2020 12:55 PM IST

110
সাদা গাউনে টোনড ব্যাক, দীপিকার মেট গালা লুক আজও অপসরার কথা মনে করিয়ে দেয়

টমি হলফিগারের সাদা মুক্তোর রঙের গাউন। গাউনটি দীপিকার শরীরের সেরা স্ট্রাকচারগুলিকে এনহান্স করার জন্য তৈরি হয়েছিল। দীপিকা বেশ লম্বা এবং তাঁর পিঠ থেকে কোমড়ের অংশ রীতিমত টোনড। সেই টোনড ব্যাককেই উন্মুক্ত গাউনে তুলে ধরেছিলেন নায়িকা।

210

সাদা রঙের গাউনে ছিল হালকা এমব্রয়ডারি করা ফুলের মোটিফ। সেই মোটিভের ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছিল দীপিকার হেডব্যান্ড। ডেবিউতেই মেট গালায় নজর কেড়েছিলেন দীপিকা। এর আগে ভারতকে রিপ্রেসেন্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। 

310

তবে দীপিকা-ভক্তদের কাছে দীপিকার লুকই সেরা। তাদের কথায়, এমন গ্র্যান্ড লুকে ডেবিউ করা একমাত্র দীপিকার পক্ষেই সম্ভব। 

410

এই লুকের সঙ্গে কেবল ঝোলা দুল পরেছিলেন অভিনেত্রী। সেই হীরের দুলের ডিজাইন করেছিলেন ফ্রেড লিটন। 

510

মাত্র এক জোরা দুলই তাঁর সাজকে আরও সুন্দর করে তুলেছিল। মেকআপও ছিল একেবারে সিম্পল। 

610

উইংড আইলাইনার সেই সময় ফ্যাশন ট্রেন্ডের শিকোয়। চারিদিকে পারফেক্ট উইংড আইলাইনারের জন্য উত্তেজিত হয়ে পড়েছিলেন মেক আপ ইনফ্লুয়েন্সাররা। 
 

710

তেমনই দীপিকাও মেকআপ হিসেবে বেছে নিয়েছিলে টানা চোখ। দীপিকার মুখের ফিচারসের মধ্যে চোখদুটো অত্যন্ত সুন্দর বলেই মেকআপ আরটিস্টও উইংড আইলাইনারের কথা ভাবেন।

810

তার সঙ্গে হালকা শেডে লিপস্টিক। বেস মেকআপ যতটা সাধারণ রাখা যায় ততটাই রেখেছিলেন অভিনেত্রী।  

910

২০১৯ এও গোলাপী রঙের গাউনে বারবি ডলের মত দেখাচ্ছিল তাঁকে। গাউনটি তৈরি করতেও লেগেছিল দীর্ঘ সময়।

1010

২০১৮ সালে একেবারে ভিন্নতার স্বাদ এনে লাল রঙের গাউনে দেখা গিয়েছিল তাঁকে। ওয়ান অফ শোল্ডার গাউন তার সঙ্গে হাই থাই স্লিট।

Share this Photo Gallery
click me!
Recommended Photos