৬. ছয় নম্বর করোনা সংক্রমণটিতে পেট ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এর লক্ষণগুলি হল মাথা ব্যথা, ঘ্রাণশক্তি কাজ না করা , ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা।