হঠাৎ করে বা প্রিপ্ল্যানড যেটাই হোক না কেন, ট্রেন জার্নির আগে অবশ্যই দেখে নেওয়া দরকার ট্রেনের সমস্ত সিট বুকিং হয়ে গেছে নাকি কিছু সিট বুকিং এখনও বাকি আছে। এই বিষয়টি আগে থেকে জানা থাকলে আপনার যাত্রার ক্ষেত্রেও অনেকখানি সুবিধা পাওয়া যাবে। তাই কোথাও যাওয়ার আগে অবশ্যই ঘরে বসে এগুলো জেনে নিন। বাড়ি বসে যখন এত সুবিধা উপভোগ করা যায় তখন সেই সুযোগের সদব্যবহারও করা উচিত। শুধু ট্রেনের সিটই নয়, রেলের ভাড়া সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।