শীতের মুখে কষা মাংস খাওয়ার স্বপ্নে বাঁধ সেধেছে আলু-পেঁয়াজ। এতই দাম বাড়ছে যে, মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। অক্টোবার মাসেও মূল্যবৃদ্ধির হার ৭ শতাংশের উপরে থাকতে পারে বলে মত বিশিষ্ট অর্থনীতিবিদদের। আর তাঁদের পূর্বাভাস মিলে গেলে এই নিয়ে টানা দ্বিতীয় মাসে মুদ্রাস্ফীতি ৭ শতাংশের গন্ডি ছাড়াতে চলেছে।