রাশিয়ার করোনাভাইরাস টিকা, স্পুটনিক-ভি জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র পেল ভারতে। ডক্টর রেড্ডিস ল্যাব, এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। সোমবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি সেই আবেদনের ভিত্তিতে অনুমোদন দিল এই ভ্যাকসিনকে। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে ভারতে তৃতীয় করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেল। ভারত প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক টিকা দিলেও, দেশের বিভিন্ন অংশে এখন ভ্যাকসিনের ঘাটতির সঙ্কট দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে রুশ ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া বিশেষ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।