বিশ্বজুড়ে এখনও কোভিড-১৯ মহামারি চললেও, ভারতে এবং সর্বোপরি গোটা বিশ্বেই নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত প্রায় দুই বছরে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজটাকেই মনিউ নর্মাল বা নতুন স্বাভাবিকতা বলা হচ্ছিল। তবে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতে ৭৫ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। এবার আবার কর্পোরেট সংস্থাগুলি ধীরে ধীরে কর্মীদের অফিসে ফেরাতে শুরু করেছে। বর্তমানে চলছে হাইব্রিড স্টাইল - বাড়ি থেকে ২-৩ দিন এবং অফিস থেকে পরের ২-৩ দিন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বড় সংস্থা অফিসে ডাকল কর্মীদের -