কোভিডে মৃত্যু শূন্য বাংলার ১৪ জেলা, সংক্রমণে শীর্ষে দার্জিলিং, নজরে জিকা

পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ রয়েছে ১ হাজারের নীচে। একদিনে রাজ্যের ১৪ টি জেলায় কোনও মৃত্যু হয়নি। তবে এবার কোভিডের পাশপাশি চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। একদিনে সংক্রমণে শীর্ষে দার্জিলিং, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। রাজ্যে সুস্থতার হারও দ্রত বৃদ্ধি পাচ্ছে না। এখনও আটকে ৯৭ এর ঘরেই। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে একদিনে আক্রান্ত হয়েছেন,  ৯৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১৯  জনের। চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড পরিস্থিতি ছবিতে-ছবিতে।
 

Chandan Saha | Published : Jul 10, 2021 2:51 AM IST

19
কোভিডে মৃত্যু শূন্য বাংলার ১৪ জেলা, সংক্রমণে শীর্ষে দার্জিলিং, নজরে জিকা


উল্লেখ্য, করোনা ভাইরাসের দোসর হয়ে এসেছিল ব্ল্যাক ফাঙ্গাস। কোভিড জয়ী হওয়ার পরেও থাবা বসাচ্ছিল কালো ছত্রাক। আর এবার চিন্তা বাড়াল জিকা ভাইরাস। ইতিমধ্যেই কেরলে আক্রান্ত হয়েছে ১৩ জন। 

29

সম্পূর্ণ সুস্থ শরীরের উপর হামলা চালাচ্ছে জিকা ভাইরাস। চোখের সমস্যা, মাথা ব্যাথা, সামান্য় জ্বর-এই রোগের উপসর্গ। বর্ষায় এই রোগের প্রকোপ বাড়তেই জনস্বার্থে সতর্কতা মূলক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ দফতর।

39

 
শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা  ১৯  জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা  ৪,৯৪৩।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪ জনের।
 

49

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৭৩   জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ৩০৮, ৯৬২  জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ১৫,১০,২০৮জন।  

59

করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৪ জন। তবে সংক্রমণে  সব জেলাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে দার্জিলিং । দ্বিতীয় উত্তর ২৪ পরগণা । তৃতীয় কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর, একদিনে আক্রান্ত ৬৯ জন।  

69


সংক্রমণে  উত্তর ২৪  সহ সবাইকে টপকেছে  দার্জিলিং।  করোনার নতুন ঢেউয়ে দার্জিলিং  একদিনে করোনা আক্রান্ত ৯৫ জন। কোভিডে একদিনের আক্রান্তে প্রথম স্থানে দার্জিলিং।

79

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ৯৯০  জন।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া কমে ১৫,৬৯০ জন।  
 

89

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪২৪ জন।  

99


বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪, ৭৬,৬৩২জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশে পৌছে গিয়েও ফের কমে যায়। তবে এই মুহূর্তে পেরোল সেই মে মাসের গন্ডী।  শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সুস্থতার হার  একদিনে  ৯৭.৭৮ শতাংশ।

Share this Photo Gallery
click me!
Recommended Photos