করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে আবারও হতাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানিয়েছেন, কার্যকারিতা আর সুরক্ষাকে রীতিমত গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে ব্যাপক টিকা প্রদান করার আশা তাঁরা করছেন না। মার্গারেট হ্যারিস বলেছেন, উন্নত ক্লিনিক্যাল পরীক্ষায় এখনও পর্যন্ত কোনও প্রতিষেধকই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ৫০ শতাংস নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারেনি। তবে বিশ্বের সব মানুষই যাতে প্রতিষেধক পায় তারও ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে এই সংস্থা।