করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যত দিন যাচ্ছে রোগের লক্ষণ নিমেষে পাল্টে যাচ্ছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ থেকে এখনই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি গোটা দেশ। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ওয়েভ। এবং এই তৃতীয় ওয়েভে ভয়ঙ্কর রোগের আক্রান্ত হতে পারে শিশুরা। গত বছরের তুলনায় এই বছর উপসর্গহীন শিশু আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এহেন পরিস্থিতিতে বাবা-মায়ের উদ্বেগ বাড়ছে। করোনার প্রকোপ থেকে শিশুকে বাঁচাতে কী সতর্কতা নেবেন, জেনে নিন স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন।