এক্কেবারে ক্রিম রঙের বন্ধগলা শেরওয়ানিতে অনুরাগ ঠাকুর ছিলেন অনবদ্য। এরসঙ্গে সুরকার ও কবি প্রসূন জোশী , সুরকার ও সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং রিকি কেজ, পরিচালক শেখর কাপুর, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আর মহাদেবন-দের পরণেও ছিল ভারতীয় সংস্কৃতির পরিচয় বহনকারী পোশাক। যাতে অত্যাধুনিক ফ্যাশনের ছোঁয়াও ছিল নজরে পড়ার মতো। এমনই সব পোশাকে রেড কার্পেটে হাঁটল ভারতীয় প্রতিনিধি দল। তাঁরা অংশ নিলেন কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনে ফরাসী চিত্র পরিচালক মিচেল হাজানিভিসিয়াসের ছবি কুপেজ বা ফাইনাল কাট-এর প্রদর্শনে।