বর্ষা মানেই প্রতিদিন জিভে জল আনা নিত্যনতুন খাবার। খিচুড়ি, মাংস, চপ-সিঙ্গারা, গরম চা আর পকোরা, নানা রকম তেলে ভাজা আরও কতো কি। কিন্তু এর পাশাপাশি এও অস্বীকার করলে চলে না, এই সময় পেটের রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে এই সময়টাতে একসঙ্গে একাধিক রোগের আধিক্য বাড়ে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারনেই ব্যাকটেরিয়া ও ভাইরাসদের প্রভাব বাড়ে। এর পাশাপাশি এই সময়টা যেহেতু মশা ও অন্যান্য পোকামাকড়দের প্রজননের সময়, তাই সংক্রমণ এই সময় আরও দ্রুত গতিতে ছড়ায়।