মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে। ব্লাড প্রেসার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। তার ওপর ভিত্তি করেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও শরীরের জন্য ক্ষতিকর। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ ১২০/৮০ হওয়া উচিৎ আর তা যদি ৯০/৬০ বা এর কম হয় তাহলে ‘লো ব্লাড প্রেসার' হিসেবে ধরা হয়। জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে নিন্ম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কার্যকরী উপায়-