রাতের বেলা হেঁটে বেরাচ্ছেন। চোখ খোলা, তবে কেমন রোবটের মতো হাঁটছেন। কারও ডাকে সারাও দিচ্ছেন না। সকাল বেলা এই বিষয় প্রশ্ন করতে তিনি জানাচ্ছেন, তার কিছুই মনে নেই। আছচার সিনেমাতে দেখা যায় এমন দৃশ্য। ঘুমের মধ্যে হাঁটা বা স্লিপ ওয়াকিং-এর কথা আমরা সকলেই শুনেছি। আমাদের অধিকাংশের কাছেই এটি হাসির ব্যাপার। তবে জানেন কি, এটি একটি কঠিন রোগ। বিশ্ব ঘুম দিবস (World Sleep Day) এই রোগ প্রসঙ্গে জেনে নিন একাধিক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য।