গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। এর জেরে দেশের আর্থিক বৃদ্ধি কার্যত তলানিতে। আর তাই লকডাউনের জেরে বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটতে শুরু করেছে। এই তালিকায় এবার সংযোজন হল সুইগির নাম। । প্রায় ১১০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির তরফে জানানো হয়েছে। এর আগে, কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে জোমাটোর মতো সংস্থাও। এরমধ্যেই আরও ভয়ঙ্কর খবর শোনা যাচ্ছে। লকডাউনের প্রভাবে বন্ধ হতে পারে ৩০% রেস্তরাঁ।