গত মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ সংকট মোকাবিলা এবং দেশকে 'স্বাবলম্বী' করে তোলার জন্য ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তারপরের দিন থেকেই এই প্যাকেজের বিভিন্ন পদক্ষেপগুলির কথা ঘোষণা করতে শুরু করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যার পঞ্চম তথা চূড়ান্ত ঘোষণা এসেছে রবিবার। একনজরে দেখে নেওয়া যাত ২০ লক্ষ কোটি টাকার 'আত্ম-নির্ভর ভারত' অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের পাই টু পাই হিসাব -