অদ্ভূত সমস্যার সম্মুখীন হল রুশ করোনাভাইরাস টিকা স্পুটনিক ভি। যার কারণে আপাতত থামিয়ে দিতে হয়েছে এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল। এই অবস্থায় বিশ্বে সর্বপ্রথম গণহারে উৎপাদনের ছাড়পত্র পাওয়া করোনা টিকার ভবিষ্যত আপাতত বিশ বাঁও জলে। মোদারেনা, ফিজার বা অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি বিশ্বের সবচেয়ে সাড়া জেনে কোভিড-১৯ ভ্যাকসিনগুলি অবশ্য ঠিকঠাক রাস্তাতেই চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।