বড় ধাক্কা খেল রুশ ভ্যাকসিন
সারা বিশ্বের উল্টোপথে ভ্য়াকসিন বিকাশ করছে মস্কো। সুরক্ষা এবং কার্যকারিতা সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই তারা সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরকারি অনুমোদন দিয়ে দিয়েছে স্পুটনিক ভি-কে। যার ফলে বর্তমানে মস্কোর যে সেন্টারগুলিতে ক্লিনিকাল ট্রায়াল চলছে, সেখানে স্বেচ্ছাসেবীদের ঢল নেমেছে। চাহিদা এতটাই বেশি যে পর্যাপ্ত ডোজের অভাব দেখা দিয়েছে। মস্কোর ২৫টি ক্লিনিকের মধ্যে অন্তত ৮ টি ক্লিনিকে নতুন স্বেচ্ছাসেবীদের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা জানিয়েছে তাদের যে ডোজ বরাদ্দ করা হয়েছিল, স্বেচ্ছাসেবীদের বিশাল ভিড়ে সেইসব ফুরিয়ে গিয়েছে। তাই নতুন ডোজ তৈর হওয়ার আগে আপাতত তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল স্থগিত রাখা হচ্ছে।