আইপিএইচএ, আইএপিএসএম এবং আইএই -এই তিনটি সংগঠনের বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। সেখানে তাঁরা দাবি করেছেন অদৃর ভবিষ্যতে করোনাভাইরাসের প্রতিষেধক হাতে আসার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। কারণ সাধারণত একটি প্রতিষেধক তৈরি করছে প্রায় এক দশক সময় লাগে।