দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করল আইএসি বিক্রান্ত(IAC Vikrant)। সম্প্রতী রণতরীটি ভূমধ্য সাগরে প্রথম দফায় পরীক্ষা দিয়ে দেশে ফিরেছিল। এবার দ্বিতীয় দফার পরীক্ষার জন্য আবার পাড়ী দিচ্ছে সাগর জলে। ভারতীয় নৌ বাহিনীর (Indian Navy) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানবাহী রণতরী রবিবার কেরলের কোচি বন্দর থেকে যাত্রা শুরু করে। এবার রণতরীর গন্তব্য শ্রীলঙ্কাসহ একাধিক দেশ। চলতি বছর অগাস্ট মাসে প্রথম দফার ট্রায়াল শেষ করেছিল বিক্রান্ত।