প্রতিবছরই বায়ুদূষণের কারণে ক্রমেই আরও খারাপ অবস্থা হচ্ছে ভারতের রাজধানীর। তবে বর্তমানে সর্বাধিক দূষিত শহরের তালিকায় দিল্লিকে জোর টক্কর দিচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। সেখানে দূষণের পরিমাণ রীতি মতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। এই দূষণ অব্যাহত থাকলে লখনউয়ের বাসিন্দাদের আয়ু প্রায় ১০.৩ বছর করে কমবে বলে জানাচ্ছেন গবেষকেরা।