গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণের ফলে দেশে লকডাউন শুরু হয়। তার ফলে ভারতে দূষণের মাত্রা অনেকটাই কমেছে বলে দাবি করা হচ্ছিল। জল দূষণ থেকে বায়ু দূষণ সবকিছুতেই উন্নতি দেখা গিয়েছিল। এমনকি দূষণের মাত্রা কমায় উত্তরপ্রদেশ, বিহার বা পঞ্জাব থেকে খোলা চোখে দেখা মিলছিল হিমালয়ের। গঙ্গার জল বহু বছর পর পানীয়র উপযোগী হয়ে উঠেছিল। তবে সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্টে এদেশে দূষণের মারাত্মক ছবি উঠে এসেছে।