চিনের পিপিলস লিবারেশন আর্মির সদস্যরা রীতিমত সক্রিয় রয়েছে লাদাখের বেশ কয়েকটি এলাকায়, যাখানে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত উত্তাপ কমার এখনও কোনও আশা নেই বলেই মনে করছেন ভারতীয় সেনা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা। তিনি জানিয়েছেন চিনা সেনার এই অভিপ্রায় অনুপ্রবেশের চেষ্টা হিসেবেই দেখছে। তাই লালফৌজের পরিকল্পনা বানচাল করার নির্দেশও দেওয়া হয়েছে। সেনা বাহিনী সূত্রের খবর ভারত ডিসএনগেজমেন্ট ও ডি-এসক্যালেশনের বিষয়ে পিএলএ-র কোনও দাবি মানবে না, যতক্ষণ পর্যন্ত চিনা সেনা আগের অবস্থায় ফিরে যাবে। চিনা সেনার পাল্টা বেশ কয়েকটি জায়গায় ভারতীয় সেনা অবস্থান শুরু করেছে বলেও সেনা সূত্রের খবর।