দুধওয়ালার ছেলে থেকে প্রতিরক্ষাবিভাগের পাইলট। রাজেশ পাইলট রাজনীতিতি প্রবেশ করেই কংগ্রেস পার্টির ভিতরের গণতন্ত্র রক্ষার জন্য বারবার সরব হয়েছেন। ৪০ বছর মন্ত্রী হয়েছেন, ততদিনে দু'বার লোকসভা ভোট জয় হয়ে গিয়েছে তাঁর। ছেলে সচিনও সেই পন্থায় বিশ্বাসী। তবে বাবা যা ৪০ এ পেয়েছিলেন , সচিন তা ৩৫ করে দেখান।