এক বছর হয়ে গেল চন্দ্রযান ১ চক্কর কাটছে চাঁদের চারদিকে। আর এরই মধ্যে সেখান থেকে পাঠল এক চমকপ্রদ তথ্য। সেই তথ্য বিশ্লেষণ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার যন্ত্র জানিয়ে দিল চাঁদের গায়ে মরচে পড়েছে। আর সেটা খুব অল্পদিনের নয়। বহু কোটি বছর ধরেই মরচের কলঙ্ক নিয়েই বেঁচে রয়েছে চাঁদ। কিন্তু কী করে পড়ল মরচে। তার উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন পৃথিবী থেকে যাওয়া অক্সিজেনই চাঁদের মরচের কারণ।