কেন্দ্রীয় পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন ২০০-১৮ সাল পর্যন্ত ভারতের বাঘের সংখ্যা বেড়েছে। প্রতিবছরই ৬ শতাংশ হারে বাঘের সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক বাঘ দিবসের প্রাককালে তিনি এই তথ্য দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন বিশ্বের ৭০ শতাংশ বাঘের বাসভূমি হল ভারত। তবে কেন্দ্রীয় রিপোর্টে উত্তর পূর্ব ভারতে বাঘের সংখ্যা কমছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।