৭৩তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের (Republic Day Parade) ট্যাবলো প্রদর্শনী নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। কেন অবিজেপি রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কেন্দ্র, সেই প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন উঠেছে, বেছে বেছে ভোটমুখী রাজ্যগুলির ট্যাবলোকে সুযোগ দেওয়া নিয়েও। তবে, শেষ পর্যন্ত নয়াদিল্লির রাজপথ ফের সাক্ষী থাকল এক জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের। যেখানে মোট ২১ টি ট্যাবলো দেখা গেল। এর মধ্যে ১২টি ছিল বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের। আর বাকি নয়টি ছিল বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক প্রজাতন্ত্র দিবসের চিত্তাকর্ষক ট্যাবলোগুলিকে -