ক্রমেই ভারতে দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠছে আধার। ২০০৯ সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ড চালু করেছিল। তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে শনাক্তকরণের প্রধান নথি হয়ে দাড়িয়েছে আধার কার্ড। গাড়ি ঋণ থেকে শুরু করে পেনশন স্কিম এবং এমনকী আয়কর রিটার্ন দিতে গেলে পর্যন্ত, এখন আধার যাচাইকরণের বাধ্যতামূলক। দেখে নেওয়া যাক ২০২১ সালে, চালু হওয়ার ১২ বছর পর কোন ১০ টি ক্ষেত্রে আধার লাগবেই লাগবে -