বুধবার, হরিয়ানার আম্বালা-য় অবস্থিত ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ফ্রান্স থেকে এসে পৌঁছোল ৩৬টি রাফাল যুদ্ধবিমানের প্রথম পাঁচটি। আইএএফের ১৭ স্কোয়াড্রন বা 'গোল্ডেন অ্যারো'-তে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই পাঁচটি অত্যাধুনিক ফাইটার জেটকে। এরফলে ভারতীয় বায়ুসেনার এই ঘাঁটিতে এখন তিনটি ফাইটার স্কোয়াড্রন মজুত হল। রাফাল ছাড়া অন্য দুটি স্কোয়াড্রন হল জাগুয়ার স্কোয়াড্রন। কিন্তু, সব ছেড়ে কেন হঠাৎ হরিয়াননার আম্বালার ঘাঁটিতেই আনা হল রাফাল-কে? বায়ুসেনার অফিসাররা বলছেন এর পিছনে আছে এই ঘাঁটির ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্ব।