বৃহস্পতিবার, চিন তিনজন নভোশ্চরকে মহাকাশে পাঠালো। আগামী বছরের শেষের মধ্য়েই মহাকাশ স্টেশন স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। এরজন্য চারটি অভিযান পরিচলনা করবে তারা। প্রত্যেকটিতেই থাকবে নভোশ্চর। এর প্রথম অভিযানটিই শুরু হল বৃহস্পতিবার। চিনা ম্যানড স্পেস এজেন্সি (CMSA) জানিয়েছে, উত্তর পশ্চিমের গানসু প্রদেশের জিউকুয়ান থেকে শেনজহু-১২ মহাকাশযানটি নাই হাইশেং, লিউ বোমিং এবং তাং হংবো - এই তিন নভোশ্চরকে নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করেছে।