চিনা আর ভারতের সীমন্ত বিরোধ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ৩,৪.৮৮ কিলোমিটার এলাকা জুড়ে। চিনা অধ্যাপক কিয়ান ফেল আগেই জানিয়েছেন চিন-ভারত সীমান্তে যদি সমস্যা তৈরি হয় তাহলে এই রেল পথের মাধ্যমে বিশেষ সুবিধে পাবে চিন। দ্রুত সরবাহের পাশাপাশি দ্রুত যোগাযোগেরও সুবিধে পাবে সংশ্লিষ্ট কর্তপক্ষ।