আফগান শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে, আমেরিকার সঙ্গে তালিবানদের আলোচনার সময় থেকে এখনও পর্যন্ত, বারবার তালিবানরা দাবি করেছে যে, তারা তাদের চরমপন্থী বিশ্বাস ও সেগুলি প্রয়োগের কঠোর পদ্ধতির পথ থেকে সরে এসেছে। দমনমূলক নিয়মতান্ত্রিকতার পথে আর তারা ফিরবে না। কিন্তু, ওই যে কথায় বলে, 'কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে'। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই ফের স্বমূর্তি ধারণ করছে তারা। ফের শুরু হয়েছে মহিলাদের উপর দমন-পীড়ন।