ইসরায়েলের তৈরি সফটওয়ার পেগাসাস। ২০১৯ সালেই এজাতীয় গুপ্তচর সফ্টওয়ারটি সংবাদ শিরোনামে এসেছিল। ভারতেও এজাতীয় সফ্টওয়ার ব্যবহার করা হয়েছে বলে রীতিমত তোলপাড় শুরু হয়েছে সংবাদ মাধ্যম থেকে সংসদভবন। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিরোধী নেতা, রাজনৈনিক ব্যক্তিত্বের সঙ্গে সাংবাদিকদের ফোনেও আড়ি পাতাতে নাকি ব্যবহার করা হয়েছে পেগাসাস সফ্টওয়ার। তেমনই দাবি করছে একগুচ্ছ সংবাদ মাধ্য়ম। যদিও কেন্দ্রীয় দাবি এই অভিযোগ ভিত্তিহীন। ভারতের গণতন্ত্রকে কুলুষিত করতেই এজাতীয় প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।