ফোনের মাধ্যমে বলা কথা, বার্তা, ম্যাসেজ, ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট, এমনকি ছবিও পেগাসাসের মাধ্যমে অন্যব্যকিত পেতে পারে। ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রতিটি তথ্যই ওই নজরদাররা পেয়ে যাবে। পেহাসাস ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ নজরদারী চালানো যায় বলেও দাবি করেছে এনএসও।