সিংহকে বলা হয় রাজকীয় বন্যপ্রাণী অর্থাৎ বনের রাজা। কিন্তু চোরা শিকারিদের রমরমাতে এই প্রাণীটিই এখন বিপন্ন প্রজাতির তালিকায়। এর দুটো প্রজাতি এখনও টিকে আছে- আফ্রিকান সিংহ ও এশিয় সিংহ। মানুষের কাছে বরবারই ক্যারিশম্যাটিক প্রাণী হিসেবে পরিচিত এই সিংহ। তেজস্বী, ক্ষিপ্র এবং অসাধারণ সুন্দর পশুরাজকে তাই নিজেদের জাতীয় পশু হিসাবে বেছে নিয়েছে একসময় গোটা বিশ্বে রাজত্ব করা ব্রিটিশরা। রানি ভিক্টোরিয়ার সাম্রাজ্য অস্ত গেলেও আজও পশুরাজের সেই অমোঘ আকর্ষণ বর্তমান। তাই বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনে অহরহই এই প্রাণীটির ব্যবহার চোখে পড়ে। আন্তর্জাতিক সিংহ দিবসে জেনে নিন পশুরাজ সম্পর্কে অজানা নানা কথা।