সিংহের ওজন- পুরুষ সিংহের সাধারণত ওজন হয় ১৫০ থেকে ২৫০ কিলোগ্রামের মধ্যে। বড় সিংহর হলে ২৫০ থেকে ২৭০ কেজি পর্যন্ত ওজন হতে পারে। স্ত্রী সিংহের ওজন হয় সাধারণত ১২০ থেকে ১৮২ কেজির মধ্যে। একমাত্র পুরুষ সিংহদের কেশর থাকে। মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৮ ফুট ২ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। সিংহ মাংসাশী প্রাণী। বিভিন্ন জাতের হরিণ, জেব্রা, বুনো মহিষ, জিরাফ, শূকর অত্যাদি এদের প্রধান খাদ্য।