প্রায় ৮ বছর পার করে কলকাতার বাজারে পদ্মা পারে ইলিশ এসে পৌছেছে। শেষবার ছিল ২০১২ সালে। তারপরেই নিষেধাজ্ঞা জারি হয়। তবে ইতিমধ্যেই কলকাতার বাজারে পদ্মার ইলিশের যা যোগান মিলেছে, বুধবার সকালের মধ্যেই তা শেষ। পেট্রোপোল পেরিয়ে সবে প্রথম দফায় ২০ টন ইলিশ কলকাতায় বাজারে ঢুকেছে। তবে পশ্চিমবঙ্গে মোট ১৪৫০ টন পদ্মার টাটকা ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। কলকাতায় লেক মার্কেটে এক মৎস ব্য়বসায়ী জানিয়েছেন, তাঁদের বাজারে বাংলাদেশের ৬০০ কেজি ইলিশ এসেছে। এদিকে দাম চড়া থাকলেও কয়েকঘন্টার মধ্য়ে ৮০ ভাগ ইলিশ বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতায় লেক মার্কেটে ওই মৎস ব্য়বসায়ী। তবে সন্ধের বাজার অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।