উল্লেখ্য, দুর্গা পুজো উপলক্ষে রাজ্য়কে পদ্মার টাটকা ইলিশ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত' বলে সম্প্রতি এমনটাই টুইট করে জানিয়েছেন মৎস রফতানি সংগঠনের আধিকারিক সৈয়দ এ মকসুদ। স্বাভাবিকভাবেই পুজোর দিনগুলিতে পেটপুরে ইলিশ খাবে বাঙালি।