সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। বুধবার চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়িয়ে কম মেট্রো চালিয়ে যাত্রী পরিষেবা দিতে তৈরি কলকাতার লাইফলাইন। করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ নিয়ম জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ। কর্মী ও যাত্রী, সবাইকেই স্টেশনে ঢুকে এসব নিয়ম মেনে চলতে হবে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তাই কঠোর নজর রাখবে মেট্রো কর্তৃপক্ষ। যেভাবেই হোক সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে পরিষেবা চালু রাখতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ।