তবে এর মধ্যে দুঃখ্যজনক ঘটনা হল, গত বছর কলকাতা পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলের জালে ধরা পড়ে পাঁচ কলেজ পড়ুয়া। শরৎ বসু রোডে ফাঁদ পেতে পাঁচ কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে পরে জানা যায়, মোবাইল ফোন ও অনলাইনের মাধ্যমে মাদক সরবরাহের বরাত পেত ওই পড়ুয়ারা। সেইমতো নির্দিষ্ট জায়গায় মাদক সরবরাহ করা হত। এদিকে চোখ কপালে ওঠে এটা ভেবে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ও কাদের কাছে পৌঁছে দেওয়া হত ওই মাদক। তারপর শুরু হয় তদন্ত।